মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জেনে নিন

মানবদেহের ২০৬টি হাড়ের নামমানব দেহের মধ্য যেসব বিভিন্ন অঙ্গ রয়েছে সেগুলো একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এগুলো ছাড়া একজন মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। তাই একজন মানুষ হিসেবে আমাদের অবশ্যই মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম এবং কাজ সম্পর্কে আগে থেকে জেনে রাখতে হবে।

এমন অনেককেই রয়েছে যারা মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জানিনা। তবে অবশ্যই এগুলো আমাদেরকে জানতে হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক। 

সূচিপত্র: মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জেনে নিন

মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ 

মানবদেহে অনেক ধরনের অঙ্গ রয়েছে, আর সেই অঙ্গ গুলোর বিভিন্ন নাম এবং কাজ রয়েছে। তাই আমাদেরকে অবশ্যই মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম এবং তার সম্পর্কে জেনে রাখা দরকার। মূলত মানবদেহে ৭৫ থেকে ৮০টি অঙ্গ রয়েছে। আর তার মধ্য প্রতিটি অঙ্গই মানবদেহকে পরিচালনা করতে বিশেষভাবে কাজ করে।

কারণ মানব দেহের যদি কোন একটি অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তাহলে তখন কিন্তু মানব দেহ অচল হয়ে পড়ে। তাই কোনভাবেই মানব দেহের কোন অঙ্গকে অচল হতে দেওয়া যাবে না এবং তার আগেই আমাদেরকে অন্যতম পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং মানবদেহের বিভিন্ন অঙ্গ গুলো নাম এবং কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। তাই আপনারা যারা এই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাদের সুবিধার্থে নিচে মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে আলোচনা করা হলো।

মস্তিষ্ক

মস্তিষ্ক ৩ ভাগে বিভক্ত যেমন

  • অগ্র মস্তিষ্ক
  • মধ্য মস্তিষ্ক
  • এবং পশ্চাৎ মস্তিষ্ক 
অগ্র মস্তিষ্ক এর কাজ: অগ্র মস্তিষ্কের কাজ হল যে কোন কথাবার্তা বলা, স্মৃতি এবং কোন সিদ্ধান্ত গ্রহণে সময় কাজ করা।
মধ্য মস্তিষ্ক এর কাজ: মধ্য মস্তিষ্কের কাজ হল কোন কিছু দেখাশোনা এবং কোন কিছু দেখে সিদ্ধান্ত নেওয়া।
পশ্চাৎ মস্তিষ্ক এর কাজ: পশ্চাৎ মস্তিষ্কের কাজ হল মানব দেহের বিভিন্ন অঙ্গের কার্য পরিচালনা করা।
  • চোখ এর কাজ: মানবদেহের চোখের কাজ হচ্ছে কোন কিছু দেখা বা কোন কিছু দেখে সে অনুযায়ী কাজ করা। আর এটি হল মানবদেহের প্রধান অঙ্গ।
  • মাথার খুলির কাজ: মানুষের মাথার খুলির কাজ হচ্ছে মস্তিষ্ককে ডেকে রাখা এবং ভালো রাখা।মূলত ২২টি হাড় দ্বারা মাথার এই খুলি গঠিত।
  • কান এর কাজ: কানের কাজ হল যে কোন শব্দ বা যে কোনো কথাবার্তা শোনা।
  • নাক এর কাজ: নাকের কাজ হচ্ছে শ্বাস-প্রশ্বাস নেওয়া এবং কোন কিছু সুঘ্রাণ নেওয়া অর্থাৎ গন্ধ নেওয়া।
  • মুত্রাশয় এর কাজ: মুত্রাশয় এর কাজ হচ্ছে কিডনির রক্ত পরিশোধন এবং পেটে থাকা তরল জাতীয় জিনিস হজন করে বের করে দেওয়া।
  • শিরা এর কাজ: মানুষের শিরার কাজ হচ্ছে শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত নিয়ে হৃদপিন্ডে দেওয়া। আর হাওয়ার ফলে তখন ফুসফুসের কার্যক্রম চালু হয়।
  • ফুসফুসের কাজ: মানবদেহের ফুসফুসের কাজ হচ্ছে শ্বাস-প্রশ্বাস আদান প্রদান করা।
  • হৃৎপিণ্ডের কাজ: হৃদপিন্ডের কাজ হল মানব দেহের বিভিন্ন অঙ্গের রক্ত পরিশোধন করে বিভিন্ন অঙ্গে প্রবেশ করানো। মূলত হৃদপিণ্ড মিনিটে ৭২ বার পাম্প হয়।
  • পাকস্থলী এর কাজ: পাকস্থলীর কাজ হল পেটের মধ্যে যে সকল খাবার প্রবেশ করে সেই খাবারগুলোকে হজম করে বের করে দেওয়া।
  • কিডনির কাজ: মানবদেহের কিডনির কাজ হল শরীরের বিভিন্ন রকমের অপদার্থ গুলো মূত্র আকারে বের করে দেওয়া। মূলত কিডনি হচ্ছে মানব দেহের একটি প্রধান অঙ্গ।
  • যকৃত এর কাজ: মূলত যকৃতকে কলিজা বলা হয়। আর এই যকৃত অর্থাৎ কলিজার কাজ হল মানব দেহের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখা। কিন্তু মানবদেহে সাধারণত যকৃতের অবদান অনেক বেশি আর এর জন্যই যকৃত অর্থাৎ কলিজা মানব দেহের একটি প্রধান অঙ্গ হিসেবে ধরা হয়।
  • হাড় এর কাজ : মানব দেহের প্রধান অঙ্গ হচ্ছে হার। কারণ হার ছাড়া কোন মানুষ বেঁচে থাকতে পারে না। মূলত মানব দেহে মোট ২০৬ টি হাড় রয়েছে। এই ২০৬ টি হার দ্বারা একটি মানুষের গঠন হয়ে থাকে।
  • অন্ত এর কাজ: মানব দেহের অন্ত-এর কাজ হচ্ছে পাকস্থলী থেকে খাবার হজম করে অন্তরের মধ্য প্রবেশ করানো। এবং তখন কিন্তু এই খাবারগুলো হজম হয়ে মাল হয়ে মালদ্বারা বের করে দেওয়া।
প্রিয় ভিউয়ার্স,, উক্ত আলোচনায় আমরা মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম এবং এর সাথে সাথে মানব দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আপনি নিশ্চয়ই উপরিক্ত আলোচনা থেকে মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে গেছেন।

মানব দেহের অঙ্গ কয়টি

মানবদেহ বেশ কিছু অঙ্গ নিয়ে গঠিত। এমন অনেক বিভিন্ন ধরনের মানব দেহে অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে। তবে মানবদেহে ঠিক কয়টি অঙ্গ রয়েছে এই বিষয় সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই এই বিষয় সম্পর্কে আমাদের জানা দরকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে মানব দেহের অঙ্গ কয়টি? মূলত মানব দেহে ৭৫ থেকে ৮০ টি অঙ্গ রয়েছে। আর এই ৭৫ থেকে ৮০ টি অঙ্গ  দ্বারা মানব দেহ গঠিত। এই অঙ্গ গুলো মানব দেহকে বাঁচিয়ে রাখতে এবং ভালোভাবে শরীরের কার্যক্রম পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

যদি এই অঙ্গ গুলোর মধ্যে একটি অঙ্গ সচল হয়ে পড়ে অর্থাৎ কাজ করা বন্ধ করে দেয় তাহলে একজন মানুষের বেঁচে থাকা খুবই কঠিন। এছাড়া মানবদেহে এমন কিছু অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে যেগুলো ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। সাধারণত মানব দেহে যেসব অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে সেগুলো মানব দেহকে ভালোভাবে পরিচালনা করে তার জন্য কিন্তু একটা মানব দেহ বেঁচে থাকে। আসুন তাহলে এবার মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ গুলির নাম জেনে নেওয়া যাক।

  1. চামড়া
  2. কৌশিক
  3. যকৃত
  4. পায়ুপথ
  5. স্নায়ু
  6. সেরিবেলাম
  7. অনুনাসিক গব্বর
  8. বিভিন্ন জয়েনগুলি
  9. ধমনী
  10. টেন্ডস
  11. জিব্বা
  12. শ্বাসযন্ত্র
  13. পরিশিষ্ট
  14. ডায়াফ্রাম
  15. প্লীহা
  16. কান
  17. স্মরযন্ত্র
  18. খাদ্যনালী
  19. পেট
  20. অন্ডকোষ
  21. থাইরয়েড
  22. ডিম্বাশয়
  23. অ্যাড্রিনাল গ্রন্থি
  24. মস্তিষ্ক
  25. চোখ
  26. শ্বাসনালী
  27. লিগামেন্ট
  28. লিঙ্গ
  29. হার
  30. ক্ষুদ্রন্ত্র
  31. যৌনাঙ্গ
  32. ইউরেটার্স
  33. অগ্নাশয়
  34. ফ্যালোপিয়ান টিউব
  35. থাইমাস গ্রন্থি
  36. স্পাইনাল কর্ড
  37. লিম্ফ নোডস
  38. গলবিল
  39. লাল গ্রন্থি
  40. বৃহদন্ত্র
  41. ব্রম্কি
  42. মূত্রাশয়
  43. মূত্রনালী
  44. গলব্লাডার
  45. প্লাসেন্টা
  46. কঙ্কাল পেশি
  47. জরায়ু
  48. অস্থিমজ্জা
  49. হৃদয়
  50. মুখ
  51. লিম্ফ্যাটিক জাহাজ
  52. পাইনাল গ্রন্থি
  53. বুলবুরেথ্রাল গ্রন্থি
  54. সেমিনাল ভেসিকল
  55. ভালভা
  56. প্রোস্টেট
  57. শিরা
  58. কোলন
  59. চুল গুটিকা
  60. মেসেন্টারি
  61. ত্বকনিম্নস্থ কোষ
  62. স্তন্যপায়ী গ্রন্থি
  63. পিটুিটারি গ্রন্থি
  64. হাইপোথ্যালামাস
  65. দাঁত 
  66. যোনি
  67. নাক
  68. টনসিল
  69. কিডনি
  70. নখ
  71. মালদ্বার
  72. সার্ভিক্স
  73. ভগাঙ্কুর
  74. ভেস্টিজিয়াল অঙ্গ
  75. টেস্টিস
  76. প্যারাথাইরয়েড গ্রন্থি
  77. ইন্টারস্টিটিয়াম
  78. ভ্যাস ডিফারেন্স
  79. মেরুদন্ড
  80. মাংসপেশি

মানব দেহের প্রধান অঙ্গ

মানবদেহে এমন কিছু অঙ্গ রয়েছে যেগুলো ছাড়া একটা মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। মানুষের দেহে এমন বেশ কিছু অঙ্গ রয়েছে যেগুলোর মধ্যে একটি অঙ্গ যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে সেই মানুষের বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে পড়ে, এমনকি মারাও যেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই মানবদেহের প্রধান অঙ্গ গুলো সম্পর্কে জেনে রাখতে হবে। কারণ একজন মানুষের দেহে কিন্তু বিভিন্ন রকম অঙ্গ-প্রতঙ্গ থাকে, আর এগুলো সম্পর্কে অনেকেরই অজানা। মানবদেহে এমন কিছু অঙ্গ রয়েছে যেগুলো মানব দেহের প্রধান অঙ্গ হিসেবে ধরা হয়।

    তাই অবশ্যই আমাদেরকে মানব দেহের প্রধান অঙ্গগুলো নাম এবং এর সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। মানুষের কারণে অকারনে অনেক ক্ষতি হয়ে থাকে। সাধারণত মানব দেহের এমন কিছু জায়গা রয়েছে এই জায়গাগুলোতে যদি আঘাত লাগে তাহলে মানুষের বাঁচা খুবই কষ্টকর হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। চলুন তাহলে আজকের এই আর্টিকেলের মাধ্যমে মানব দেহের প্রধান অঙ্গ কোনগুলো সেই সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

    • মস্তিষ্ক
    • কিডনি
    • হৃদয়
    • চোখ
    • শ্বাসযন্ত্র
    • অগ্নাশয়
    • যকৃত
    • চামড়া
    • ক্ষুদ্রান্ত্র

    মানব দেহের বিভিন্ন হাড়ের নাম

    মানবদেহ অসংখ্য হাড় দ্বারা গঠিত। তবে এমন অনেকেই রয়েছে যারা জানে না যে মানবদেহে মোট কয়টি হাড় রয়েছে। সাধারণত যখন একটি শিশু জন্মগ্রহণ করে তখন সেই শিশু জন্মের সময় হাড়ের সংখ্যা থাকে ৩০০ টি। এবং শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে অর্থাৎ বড় হওয়ার পর হাড়ের সংখ্যা দ্বারা মোট ২০৬ টি। মূলত একজন মানুষের শরীরে মোট ২০৬ টি হাড় থাকে। আর যদি এই ২০৬ টি হাড়ের মধ্যে যদি  একটি হাড় কাজ করা বন্ধ করে দেয় তাহলে মানুষের বেঁচে থাকা খুবই মুশকিল। আবার কিছু কিছু হার রয়েছে ওগুলো যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। চলুন তাহলে মানব দেহের বিভিন্ন হারের নাম সম্পর্কে জেনে নেওয়া যায়।

    হাতের বিভিন্ন হাড় গুলোর নাম: হাতের ৬০টি হাড়ের নাম

      • ফ্যালাঞ্জেস ২৮টি
      • মেটাকার্পাল ১০টি
      • কার্পাল ১৬টি
      • রেডিয়াস ২টি
      • আলনা ২টি
      • চহিউমেরাস ২টি 
      বক্ষ অস্থি হাড় গুলোর নাম: অর্থাৎ বুকের হাড় ৪টি
      • ক্লাভিকল ২টি
      • স্ক্যাপুলা ২টি

      পায়ের হাড় গুলোর নাম: পায়ের হাড় ৬০ টি

      • ফ্যালাঞ্জেস ২৮টি
      • মেটাটার্সাল ১০টি
      • টিবিয়া ২টি
      • ফিবুলা ২টি
      • প্যাটেলা ২টি
      • ফিমার ২টি
      • টার্সাল ১৪টি

      কোমরের হাড় গুলোর নাম: কোমরের হাড় ৮২ টি

      • মেরুদন্ড ৩৩টি
      • করোটি ২৯টি
      • বক্ষপিঞ্জর ২৫টি
      • পেলভিক ২টি

      মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে

      প্রিয় ভিউয়ার্স,, আমরা ইতিমধ্যে মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়েছি,, এবার আমরা মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে জানব? এমন অনেক মানুষ রয়েছে যারা মানব দেহের নাম জানতে চায় তবে ইংরেজিতে। তাই আপনাদের সুবিধার্থে আমরা মানব দেহের নাম ইংরেজিতে নিচে বিস্তারিত আলোচনা করব। সাধারণত মানবদেহে ৭৫ থেকে ৮০ টি অঙ্গ রয়েছে এর মধ্যে বেশ কিছু নাম রয়েছে যেগুলো অনেকেই জানতে চায়। তাই আপনি যদি মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে জানতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকের এই আর্টিকেলটি সম্পন্ন ধৈর্য সহকারে পড়তে হবে। চলুন তাহলে মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে জেনে নেওয়া যাক।

      • Brain = মস্তিষ্ক
      • Bone = হাড়
      • Blood = রক্ত
      • Belly = পেট
      • Back = পিঠ
      • Backbone = মেরুদন্ড
      • Beard = দাড়ি
      • Bile = পিত্ত
      • Breast = স্তন
      • Ear = কান
      • Eye = চোখ
      • Elbow = কনুই
      • Eyeball = অক্ষিগোলক
      • Eyelid = চোখের পাতা
      • Eyebrow = ভ্রম
      • Chest = বুক
      • Cheek = গাল
      • Collar bone = গলার হার
      • Chin = চিবুক
      • Fack = মুখমণ্ডল
      • Forehand = কপাল
      • Hand = হাত
      • Hair = চুল
      • Foot = পায়ের পাতা
      • Heel = গোড়ালি
      • Gum = দাঁতের মাড়ি
      • Jaw = চোয়াল
      • Heart = হৃদয়
      • Knee = হাটু
      • Lep = কোল
      • Lip = ঠোঁট 
      • Lung = ফুসফুস
      • Mouth = মুখ
      • Nail = নখ
      • Navel = নাভি
      • Neck = ঘার
      • Palm = হাতের তালু
      • Pulse = নাড়ি
      • Rib = পাঁজর
      • Muscle = মাংসপেশি
      • Skin = ত্বক
      • Skull = মাথার খুলি
      • Shoulder = কাঁধ 
      • Toe = পায়ের আঙুল
      • Stomach = পাকস্থলী
      • Tongue = জিব্বা
      • Tooth = দাঁত
      • Wrist = কোমর
      • Trachea = শ্বাসনালী
      • Throat = গলা
      • Thumb = হাতের বুড়ো আঙ্গুল
      • Moustache = মোচ
      • Vein = শিরা
      প্রিয় ভিউয়ার্স,, উপরিক্ত আলোচনায় মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে আলোচনা করা হয়েছে। এগুলো ছাড়াও আরো কিছু মানব দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নাম রয়েছে যেগুলো আমরা ইতিমধ্যে উপরে আলোচনা করেছি। আপনি চাইলে সেগুলো মনোযোগ সহকারে পড়ে নিতে পারেন। আশা করি উপরিক্ত আলোচনা থেকে আপনি নিশ্চয়ই মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম ইংরেজিতে জানতে পেরেছেন।

      মানবদেহের বিভিন্ন অঙ্গের ছবি

      মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তবে আপনি যদি মানব দেহের ছবিসহ নাম দেখেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে মানবদেহে ঠিক কয়টি অঙ্গ-প্রত্যঙ্গ রয়েছে। এবং এর পাশাপাশি আপনি মানব দেহ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। মূলত এগুলো জানার জন্য অনেকেই মানব দেহের ছবি google এ সার্চ করে থাকে। তাই আপনিও যদি মানব দেহের ছবি সম্পর্কে গুগলে সার্চ করে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেনে। কারণ আজকের এই আর্টিকেলে আমরা মানবদেহের বিভিন্ন অঙ্গের ছবি দেখাতে চলেছি। সুতরাং আপনি যদি মানবদেহের ছবিগুলো ভালো করে দেখে পড়ে নেন তাহলে আপনি অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি দেখে নেওয়া যাক।

      মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলা

      প্রিয় ভিউয়ার্স,, আমরা ইতিমধ্যে উপরের অংশে মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি তুলে ধরেছি। এবার আমরা মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলায় তুলে ধরার চেষ্টা করব। কারণ এমন অনেকে রয়েছে যারা ইংরেজিতে একটু খাচা। তাই তাদের জন্য সহজ করতে আমরা মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলা উদাহরণসহ আপনাদের জানাবো। সাধারণত সব জায়গাতেই কিন্তু ছবি কিংবা নাম এগুলো বেশিরভাগই ইংরেজিতে দেওয়া থাকে। কিন্তু এমন অনেকে রয়েছে যারা বলতে পারেনা আবার এমন অনেকেই রয়েছে যারা ইংরেজিতে পড়তে পারে না। তাদের সুবিধার্থে আমরা এই অংশে মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলায় বুঝিয়ে দেব। আপনাদের সুবিধার্থে নিচে মানব দেহের বিভিন্ন অঙ্গের ছবি বাংলায় দেওয়া হলো।

      শেষ কথা

      প্রিয় পাঠক,, আমাদের আজকের এই আর্টিকেলের মূল আলোচক বিষয় ছিল মানবদেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি নিশ্চয়ই সম্পূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে জানতে পেরেছেন। আজকের এই আর্টিকেলটি পরে আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মানব দেহের বিভিন্ন অঙ্গের নাম ও কাজ সম্পর্কে জানার সুযোগ করে দিন।

      এ ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্যমূলক ও লাইফস্টাইল বিষয়ক আর্টিকেল পড়তে আমাদের এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করতে থাকুন। এতক্ষন সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নতুন কোন আর্টিকেল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন,, সুস্থ থাকুন,, খোদা হাফেজ।

      এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

      পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
      এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
      মন্তব্য করতে এখানে ক্লিক করুন

      শাকিল বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

      comment url