মানবদেহের ২০৬টি হাড়ের নাম
শীতে শিশুর যত্নে ১০ খাবার | বাচ্চাদের জন্য সেরা শীতকালীন খাবারমানবদেহ অসংখ্য হাড় দ্বারা গঠিত। যদি মানব দেহের হাড় গণনা করা হয় তাহলে মোট ২০৬ টি হাড় পাওয়া যাবে। আমাদের এই ২০৬ টি হাড়ের নাম জানা জরুরি। তাই আপনি যদি মানব দেহের ২০৬ টি হারের নাম সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি পড়ুন। কারণ আজকে আমরা মানব দেহের ২০৬ টি হারের নাম সম্পর্কে আলোচনা করতে চলেছে।
মানব দেহ হলো মানুষের সকল কাঠামো। মানবদেহে অনেক ধরনের কোষ দ্বারা গঠিত যা এক সাথে টিস্যু এবং পরবর্তীকালে অঙ্গ এবং তারপরে অঙ্গ সিস্টেম তৈরি করে। এবং তারা হোমিওস্টাডিজ এবং মানবদেহের কার্যকারিতা নিশ্চিত করে। তাই আমাদেরকে অবশ্যই মানবদেহের কয়টি হাড় রয়েছে এবং হাড়ের নাম গুলো সম্পর্কে জানতে হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মানবদেহের ২০৬টি হারের নাম সম্পর্কে জেনে নেওয়া যায়।
সূচিপত্র: মানবদেহের ২০৬টি হাড়ের নাম
মানবদেহের ২০৬টি হাড়ের নাম
মানবদেহে মোট ২০৬ টি হাড় রয়েছে। তবে এর মধ্যে অনেক ভাগ রয়েছে। যেমন: মানবদেহের হাতে ৬০টি হার রয়েছে। পায়ের হাড় রয়েছে ৬০ টি। বক্ষ অস্থি হার রয়েছে ৪ টি এবং কোমরের হার রয়েছে ৮২ টি। চলুন তাহলে এখন আমরা মানব দেহের এই ২০৬ টি হারের নাম সম্পর্কে জেনে নেই।
হাতের বিভিন্ন হাড় গুলোর নাম: হাতের ৬০টি হাড়ের নাম
- ফ্যালাঞ্জেস ২৮টি
- রেডিয়াস ২টি
- আলনা ২টি
- চহিউমেরাস ২টি
- কার্পাল ১৬টি
- মেটাকার্পাল ১০টি
- ক্লাভিকল ২টি
- স্ক্যাপুলা ২টি
পায়ের হাড় গুলোর নাম: পায়ের হাড় ৬০ টি
- ফ্যালাঞ্জেস ২৮টি
- টার্সাল ১৪টি
- মেটাটার্সাল ১০টি
- টিবিয়া ২টি
- ফিমার ২টি
- ফিবুলা ২টি
- প্যাটেলা ২টি
কোমরের হাড় গুলোর নাম: কোমরের হাড় ৮২ টি
- মেরুদন্ড ৩৩টি
- বক্ষপিঞ্জর ২৫টি
- করোটি ২৯টি
- পেলভিক ২টি
মানবদেহের ২০৬টি হাড়ের কাজ
আমরা প্রায় সকলেই জানি যে মানবদেহে মোট ২০৬ টি হার রয়েছে। তবে মানবদেহের এই ২০৬ টি হারের কাজ কি এই বিষয় সম্পর্কে আমরা অনেকে জানিনা। মানবদেহের শরীরের যে ২০৬ টি হার রয়েছে সেগুলো অনেক কার্যকরী ভূমিকা পালন করে। কারণ এই ২০৬ টি হারের মধ্য যদি একটি অথবা দুইটি হাড় কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ যদি কাজ না করে তাহলে মানবদেহ বিকালঅঙ্গ দেখাবে।এবং মানুষকে সুস্থ মনে হবে না তাকে প্রতিবন্ধী হিসেবে ধরা হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক যে মানবদেহের ২০৬ টি হাড়ের কাজ কি।
আরও পড়ুন: মানসিক রোগ থেকে মুক্তির উপায় - মানসিক রোগের ঔষধের নাম
- মূলত মানব দেহে ২০৬ টি হার শরীরের গঠন। এই হারগুলো মানবদেহে আকৃতি প্রদান করতে সহায়তা করে।
- মানব দেহের ২০৬ টি হার শরীরের বিভিন্ন অংশ নাড়াচাড়া এবং গতিবিধির অনুমতি দেয়।
- মানবদেহের এই হার গুলি আহমেন নিঃসরণ করে। যেমন: অস্ট্রিওক্যালসিন যা গ্লুকোজ বিগক এবং শক্তি নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।
- এছাড়াও এটি মণ্ডিত, হৃদয় এবং ফুসফুসের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ গুলোকে ব্যাহিক আঘাত থেকে রক্ষা করে।
- এটি আড়র মধ্য উপস্থিত, অস্থিমজ্জা লাল এবং সাদা রক্তকণিকা তৈরি করে। এবং ইমিউনিটি সিস্টেম এবং অক্সিজেন পরিবহনে সাহায্য করে।
- এছাড়াও ক্যালসিয়াম এবং ফসফরাসের মত প্রয়োজনে খনিজ সঞ্চয় করে। এটি মানব দেহের শরীরের খনিজ ভারসাম্য নিয়ন্ত্রণ করে।
মানবদেহের ২০৬টি হাড়ের ছবি
সাধারণত মানবদেহ ২০৬ টি হার দ্বারা গঠিত। তবে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু সেই শিশু ২০৬টি হার নিয়ে জন্মগ্রহণ করে না। মূলত তখন শিশুর হাড়ের সংখ্যা আরো বেশি থাকে। একটি শিশুর জন্মের সময় হাড়ের সংখ্যা থাকে ৩০০ টি। এবং পরবর্তীতে শিশু আস্তে আস্তে যত বড় হতে থাকে হাড়ের সংখ্যা তত কমতে থাকে। আর যখন শিশু প্রাপ্তবয়স্ক হয়ে যায় অর্থাৎ বড় হয়ে যায় তখন তার হাড়ের সংখ্যা দাঁড়ায় ২০৬ টি। আপনাদের সুবিধার্থে নিচে আমরা মানব দেহের ২০৬ টি হার এর ছবি তুলে ধরলাম।
শেষ কথা
প্রিয় পাঠক,, উপরিক্ত আলোচনায় আমরা মানব দেহের ২০৬ টি হারের নাম এবং মানবদেহের ২০৬ টি হাড়ের কাজ, মানবদেহের ২০৬ টি হাড়ের ছবি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে আপনি নিশ্চয়ই মানবদেহের ২০৬টি হারের নাম সম্পর্কে জানতে পেরেছেন।আশা করি আজকের এই আর্টিকেলটি পরে আপনি অনেক উপকৃত হয়েছেন। এবং আপনার কাছে যদি আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও মানব দেহের ২০৬ টি হারের নাম সম্পর্কে জানার সুযোগ করে দিন।
আরও পড়ুন: ঘরোয়াভাবে মোটা হওয়ার সহজ উপায় | মোটা হওয়ার ১৫টি কার্যকরী টিপস
এরকম আরো গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় এবং তথ্যমূলক আর্টিকেল পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে অন্য কোন আর্টিকেল সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন,, ভালো থাকুন,, খোদা হাফেজ।
শাকিল বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url