আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত
জুম্মার দিনের ১৫ টি আমল - জুম্মার দিনের শ্রেষ্ঠ আমলপ্রিয় ভিউয়ার্স,,, আজকে আমরা আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থসহ এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ এবং এর ফজিলত সম্পর্কে জানতে চেয়েছে গুগলে সার্চ করে থাকেন, তাহলে আপনি একজন সঠিক জায়গায় এসেছেন। কারণ আজকে আমরা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত সম্পর্কে আলোচনা করতে চলেছি।
চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনা আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি যদি আল্লাহ তাআলার ৯৯ নাম বাংলা অর্থসহ এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে অবশ্যই আজকের এই আর্টিকেলটি সম্পন্ন মনোযোগ সহকারে পড়বেন।
সূচিপত্র: আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ ফজিলত
- আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ
- আল্লাহর ৯৯ টি নামের ফজিলত
- আল্লাহর ৯৯ টি নাম মুখস্ত করার নিয়ম
- আল্লাহর গুণবাচক নাম কয়টি
- আল্লাহর গুণবাচক নাম বলতে কি বুঝায়
- কেন আল্লাহর গুণবাচক নামগুলো অর্থসহ জানতে হবে
- শেষ কথা
আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থ সহ
যদি কোন মুসলমানকে জিজ্ঞেস করা হয়, যে আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি তাহলে আমার জানামতে বেশিরভাগ লোকই উত্তর দিবে যে ৯৯ টি। তবে এক্ষেত্রে অনেকেই কিন্তু আল্লাহর ৯৯ টি নাম এবং এর অর্থ বলতে পারবে না। তাই আজকের এই পোস্টে আমরা আল্লাহর ৯৯ টি নাম বাংলা অর্থসহ আলোচনা করব। কারণ আল্লাহ তাআলার এই গুণবাচক নাম গুলো আমাদেরকে আল্লাহর প্রতি আরো বেশি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি করে। তাই আমাদেরকে অবশ্যই আল্লাহ তা'আলা এই গুণবাচক নাম গুলি জানতে হবে। আল্লাহ তাআলার এই নামগুলো আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা এবং অনুগ্রহ প্রার্থনা করতে সাহায্য করে। তাই একজন মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই আল্লাহতালার এই ৯৯ টি গুণবাচক নাম অর্থসহ মুখস্ত করা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: বাচ্চাদের বদ নজর থেকে বাঁচার উপায় | বদ নজর থেকে বাঁচার দোয়া
নিচে দেওয়া আল্লাহতালার এই গুণবাচক নাম গুলো পাঠ করলে আমাদের অন্তরে আল্লাহর ভয় এবং ভালোবাসা জাগ্রত হবে এবং এর সাথে সাথে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। তাই চলুন আল্লাহ তাআলার এই ৯৯টি গুণবাচক নাম গুলো অর্থসহ জেনে নেওয়া যাক। এই পর্যায়ে আমরা আল্লাহতালার ৯৯ টি গণবাচক নাম অর্থসহ তুলে ধরলাম।
- আর-রহমান: অর্থ - পরম দয়ালু
- আর-রাহিম: অর্থ - অতিশয়, মেহেরবান
- আর-রাশিদ: অর্থ - সঠিক পথ
- আর-রজ্জাক্ব: অর্থ - রিজিকদাতা
- আল-মুমিন: অর্থ - নিরাপত্তা ও ঈমান দানকারী
- আল-কুদ্দুস: অর্থ - অতি পবিত্র
- আল-জব্বার: অর্থ - দুর্নিবার
- আল-খালিক্ব: অর্থ - সৃষ্টিকর্তা
- আল-মুহাইমিন: অর্থ - পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী
- আল-বারী: অর্থ - সঠিকভাবে সৃষ্টিকারী
- আল-বাছীর: অর্থ - সর্ব বিষয়, দর্শনকারী
- আল-হাসিব: অর্থ - হিসাব গ্রহণকারী
- আল-কারিম: অর্থ - সুমহান দাতা
- আল-জালীল: অর্থ - পরম মর্যাদার অধিকারী
- আল-মুজিব: অর্থ - জবাব দানকারী, কবুলকারী
- আল-মাজিদ: অর্থ - সকল মর্যাদার অধিকারী
- আল-হামিদ: অর্থ - সকল প্রশংসার অধিকারী
- আল-ওয়াহিদ: অর্থ - এক ও অদ্বিতীয়
- আল-আহাদ: অর্থ - এক
- আল-মালিক: অর্থ - সর্বকৃর্তৃত্বময়
- আস-সালাম: অর্থ - নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী
- আল-গফুর: অর্থ - পরম ক্ষমাশীল
- আল-হালিম: অর্থ - অত্যন্ত ধৈর্যশীল
- আল-আজিম: অর্থ - সর্বোচ্চ মর্যাদাশীল
- আল-হা`কাম: অর্থ -অটল বিচারক
- আল-খ`বীর : সকল ব্যাপারে জ্ঞান
- অন্-নুর: অর্থ - পরম আলো
- আল-হাদি: অর্থ - পথ প্রদর্শন
- আন-নাফিই: অর্থ - কল্যাণকারী
- আল-আউয়াল: অর্থ - অনাদি, প্রথম
- আল-ওয়ারিস: অর্থ - উত্তরাধিকারী
- আল-বাক্বী: অর্থ - চিরস্থায়ী
- আয-যর: অর্থ - ক্ষতিসাধনকারী
- আল-জামিই: অর্থ - একত্রকারি
- আল-গনিই: অর্থ - অমুখাপেক্ষী ধনী
- আল-মুক্ব্সিত: অর্থ - হক আদায়কারী
- আল-মুগনিই: অর্থ - পরম অভাব মোচনকারী
- মালিকুল-মূলক: অর্থ - সমগ্র জগতের বাদশা
- আল-আখির: অর্থ - সর্বশেষ
- আল-ওয়ালী: অর্থ - সমস্ত কিছুর অভিভাবক
- আল-বাত্বিন: অর্থ - দৃষ্টি হতে অদৃশ্য
- আল-আউয়াল: অর্থ - অনাদি
- আল-বার: অর্থ - পরম উপকারী
- আজ-জ`হির: অর্থ - সম্পূর্ণ রূপে প্রকাশিত
- আত্-তাওয়াব: অর্থ - তাওফিক দানকারী এবং কবুলকারী
- আল- মুনতাক্বিম: অর্থ - প্রতিশোধ গ্রহণকারী
- আল-মুতাআ`লী: অর্থ - সৃষ্টির গুণাবলীর উর্দ্ধে
- যুল-জালালী-ওয়াল- ইকরাম: অর্থ - দয়াবান সত্তা
- আল-আ`ফউ: অর্থ - পরম উদার
- আল-মুক্বদ্দিম: অর্থ - অগ্রসারক
- আছ-ছামাদ: অর্থ - অমুখাপেক্ষী
- আল-মুহ`য়ী: অর্থ - জীবন দানকারী
- আল-মুমিত: অর্থ - মৃত্যু দানকারী
- আল-হাইয়্যু: অর্থ - চিরঞ্জীব
- আল-ওয়াজিদ: অর্থ - অফুরন্ত ভান্ডারের অধিকারী
- আল-ক্বদির: অর্থ - সর্বশক্তিমান
- আল-ক্বাইয়্যুম: অর্থ - সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী
- আল-মুক্ব্তাদির: অর্থ - নিরঙ্কুশ- সিদ্ধান্তের অধিকারী
- আল-মুয়াক্খির: অর্থ - অবকাশ দানকারী
- আল-মুহছী: অর্থ - সকল সৃষ্টির ব্যাপারে অবগত
- আল-মুঈ`দ: অর্থ - পুনরায় সৃষ্টিকর্তা
- আল-হা`মীদ: অর্থ - সকল প্রশংসার অধিকারী
- আর-রউফ: অর্থ - পরম স্নেহশীল
- আশ-শাহীদ: অর্থ - সর্বজ্ঞ সাক্ষী
- আল-ওয়াকিল: অর্থ - কর্ম- সম্পদ দানকারী
- আল-বাই`ছ: অর্থ - পুনরায় জীবিতকারী
- আল-ওয়ালিইউ: অর্থ - অভিভাবক ও সাহায্যকারী
- আল-ওয়াদুদ: অর্থ - বান্দাদের প্রতি সদয়
- আল-ক্বউইউ: অর্থ - পরম শক্তির অধিকারী
- আল-হা`ক্ব: অর্থ - পরম সত্য
- আল-হাকিম: অর্থ - পরম প্রজ্ঞাময়
- আল-রক্বীব: অর্থ - তত্ত্বাবধায়ক
- আল-মুক্বীত: অর্থ - সকলের জীবন দানকারী
- আল-আ`লীইউ: অর্থ - উচ্চ মর্যাদাশীল
- আশ-শাকুর: অর্থ - গুনগ্রাহী
- আল-হা`ফিজ: অর্থ - সংরক্ষণকারী
- আল-আ`দল: অর্থ - পরিপূর্ণ ন্যায় বিচারক
- আল-বাসিত: অর্থ - প্রশান্তকারী
- আল-মুই`জ্ব: অর্থ - সম্মান দানকারী
- আল-খফি`দ্বু: অর্থ - কাফিরদের ও মুশরিকদের- অবনতকারী
- আল-মুদ্বি`ল্লু: অর্থ - অবিশ্বাসীদের বেইজ্জতকারী
- আল-ক্ববিদ্ব: অর্থ - নিয়ন্ত্রণকারী
- আল-ফাত্তাহ: অর্থ - বিজয় দানকারী
- আল-ক্বাহার: অর্থ - কঠোর
- আল-মুতাকাব্বিইর: অর্থ - নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী
- আল- মুছউইর: অর্থ - আকৃতি দানকারী
- আল-খালিক্ব: অর্থ - সৃষ্টিকর্তা
- আল-আ`জীজ: অর্থ - পরাক্রমশীল
- আল-মাতীন: অর্থ - সুদৃঢ়
- আল-হামীদ:অর্থ - সকল প্রশংসার অধিকারী
- আল-ক্বউইউ: অর্থ - পরম শক্তির অধিকারী
- আল-ওয়াসি: অর্থ - সর্বব্যাপী সর্বত্র বিরাজমান
- আল- খুফিদু: অর্থ - অবিশ্বাসীদের অপমানকারী
- আর-রফিই: অর্থ - উন্নতকারী
- আল-কুদ্দুস: অর্থ - নিষ্কলুষ -অতি পবিত্র
- আল-কাবিইর: অর্থ - সুমহান
- আস-সামিয়ু: অর্থ - সর্বশ্রেতা
- আল-হাইয়্যু: অর্থ - চিরস্থায়ী, যার কোন শেষ নেই
- আস-সবুর: অর্থ - অত্যাধিক ধৈর্য ধারণকারী
আল্লাহর ৯৯ টি নামের ফজিলত
মহান আল্লাহ তাআলার ৯৯ টি নামের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর এই ৯৯ টি নামের ফজিলত হিসেবে হাদীসে বলা হয়েছে যে, কোন ব্যক্তি যদি আল্লাহর 99 নাম মুখস্ত করে এবং আল্লাহর এই ৯৯ টি নামের জিকির করে তাহলে সেই ব্যক্তির জন্য পরকালে জান্নাত রয়েছে। আল্লাহর 99 টি নামের জিকির করলে আল্লাহর নিকটত্য লাভ করা যায়। আর তাই আমাদের মুসলমান হিসেবে আল্লাহর ৯৯ টি নামের এসব ফজিলত পেতে হলে ভালোভাবে আল্লাহর 99 টি নাম মুখস্ত করতে হবে।
আবু হুরায়রাহ (রা:) থেকে বর্ণিত: হাদিসে রাসূল (সা:) বলেছেন: আল্লাহ তাআলার ৯৯ টি গুণবাচক নাম রয়েছে। আর যে ব্যক্তি এই নাম গুলো মুখস্থ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। এছাড়াও অপর বর্ণনায় আছে তিনি বিজোড়, আর তাই বিজোড়কে ভালোবাসেন। (বুখারী শরীফ, হাদিস: 2736) (মুসলিম হাদিস: ২৬৭৭) (তিরমিজি হাদিস: ৩৫০৬)
আল্লাহ তালার ৯৯ টি নামের প্রতিটি মানুষের জীবনে অনেক উপকারিতা রয়েছে। আমাদের নিয়মিত ইস্তেগফার ও আল্লাহর এই ৯৯ টি নাম জিকির করার কারণে দুনিয়া ও আখিরাতে আল্লাহর দয়া লাভ বিপদ বা বিভিন্ন ধরনের অসুখ থেকে মুক্তি এবং বদ নজর থেকে রক্ষা পেতে আল্লাহর এই গুণবাচক নামের উপকারিতা অনেক। আল্লাহতালার এই ৯৯ টি নামের কিছু ফজিলত রয়েছে। চলুন তাহলে আল্লাহর ৯৯ টি নাম গুলোর কিছু ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যাক। আল্লাহ তাআলার ৯৯ টি নাম গুলোর মধ্যে কিছু ফজিলত ও উপকারিতা নিম্নরূপ।
দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ: মহান আল্লাহতালার গুণবাচক এই নাম গুলোর জিকির করলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করা যায়। যদি আল্লাহর নামের জিকির করা হয় তাহলে আল্লাহ সব সময় সাহায্য ও রহমত করেন।
গুনাহ থেকে মুক্তির উপায়: আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির করলে গুনাহ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এসব নামের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তা'আলা ক্ষমাশীল হিসেবে ক্ষমা করে দেন।
দুঃখ কষ্ট থেকে মুক্তি: আল্লাহ তাআলার ৯৯ টি নামের জিকির ও আমল করলে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। এসব নামের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা এবং সাহায্য চাইলে আল্লাহ তায়ালা সাহায্য করেন।
রোগব্যাধি থেকে মুক্তি লাভ: নিয়মিত আল্লাহতালার ৯৯ টি নাম এবং এর অর্থ জেনে জিকির করলে বিভিন্ন রোগব্যাধি থাকে মুক্তি পাওয়া যায়।
শত্রু ও দুষমন থেকে রক্ষা: আল্লাহতালার গুণবাচক নামের জিকির করলে শত্রু ও দুশমন এর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহতালার নামের জিকির করলে সবসময়ই আল্লাহর হেফাজত লাভ করা যায়।
জান্নাত লাভের উপায়:আবু হুরায়রাহ (রা:) থেকে বর্ণিত: তিনি বলেন যে, আল্লাহ তাআলার ৯৯ টি নাম রয়েছে আর এই ৯৯ টি নাম যে ব্যক্তি মুখস্ত করে নিয়মিত জিকির করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ বিজোড়, তিনি বিজোড় পছন্দ করেন। (সহীহ বুখারী: ৬৪১০)
আল্লাহর ৯৯ টি নাম মুখস্ত করার নিয়ম
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে আল্লাহতালার ৯৯টি গুণবাচক নাম মুখস্ত করার কয়েকটি উপায় জানাবো। চলুন তাহলে আল্লাহ তাআলা 99 টি গুণবাচক নাম মুখস্ত করার নিয়ম জেনে নেই। আশা করছি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি আল্লাহর ৯৯ টি নাম সহজেই মুখস্ত করতে পারবেন।
আরও পড়ুন: নামাজ কবুল না হওয়ার কারণ- যে কারণে নামাজ ভঙ্গ হয়
আল্লাহতালার ৯৯ টি নাম মুখস্ত করার জন্য প্রথমে আপনাকে এক দিনে দশটি করে আল্লাহতালার গুণবাচক নাম ভালোভাবে মুখস্ত করতে হবে। নয়তো আপনি যদি একদিন এই ৯৯ টি নাম মুখস্ত করতে যান তাহলে কিন্তু পারবেন না। তাই আল্লাহ তাআলার ৯৯ টি নাম মুখস্ত করার জন্য কিছু সহজ নিয়ম রয়েছে সেগুলো চেষ্টা করলে আপনি খুব সহজেই আল্লাহর 99 টি নাম মুখস্ত করতে পারবেন।
- এক দিনে ১০ টি ১০ টি করে আল্লাহতালার 99 টি গুণবাচক নাম ভালোভাবে মুখস্ত করুন।
- এছাড়াও সহজে আল্লাহর 99 নাম মুখস্ত করার জন্য আল্লাহর 99 টি নামের পিকচার মোবাইলে অথবা ডেস্কটপে ডাউনলোড করে রাখুন। তারপর মাঝে মাঝে পড়ুন।
- শব্দগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করুন।
- এছাড়া আপনি চাইলে আল্লাহর 99 টি নাম মুখস্ত করার জন্য আল্লাহতালার ৯৯ টি নামের ভিডিও অথবা অডিও মোবাইলে ডাউনলোড করে রাখতে পারেন, এবং সময় পেলে সেগুলো শুনুন। আর এভাবে আপনি যদি চেষ্টা করেন তাহলে খুব সহজেই আল্লাহতালার ৯৯টি গুণবাচক নাম মুখস্ত করতে পারবেন।
আল্লাহর গুণবাচক নাম কয়টি
আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি এই বিষয় সম্পর্কে আমরা প্রায় সকলেই জানি। তবুও আপনারা যারা আল্লাহ তাআলার গুণবাচক নাম কয়টি এই বিষয় সম্পর্কে না জেনে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পন্ন পড়ুন। মূলত আল্লাহর বিভিন্ন গুণাবলীর উপর ভিত্তি করে আল্লাহ তাআলার কিছু গুণবাচক নাম রয়েছে। আর আল্লাহতালার এমন গুণবাচক নামের সংখ্যা হল 99 টি। আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহর গুণবাচক নাম ঠিক কয়টি।
আল্লাহর গুণবাচক নাম বলতে কি বুঝায়
মূলত আল্লাহ তাআলার এই ৯৯ টি গুণবাচক নামকে (আল আসমাউল হুসনা) বলা হয়। এই নামগুলো আল্লাহর সত্তা গুণাবলী এবং কার্যকলাপের প্রকাশ করে। আর এই ৯৯ টি নাম গুলো কেবলমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য এটি আর অন্য কারো জন্য ব্যবহার করা যায় না। আল্লাহ তাআলার গুণবাচক নাম গুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে সেগুলো হল।
- আল্লাহ: অর্থ- একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা
- আর-রহমান: অর্থ- পরম দয়ালু
- আল-মালিক: অর্থ- সর্বোচ্চ অধিকারী
- আল-কুদ্দুস: অর্থ- নিষ্কলুষ
- আর-রহিম: অর্থ- পরম করুনাময়
- আল-মুমিন: অর্থ- নিরাপত্তা বিধানকারী
- আল-গফুর: অর্থ-ক্ষমাশীল
- আস-সালাম: অর্থ- শান্তি বিধানকারী
- আল-মুহাইমিন: অর্থ- রক্ষাকর্তা
কেন আল্লাহর গুণবাচক নামগুলো অর্থসহ জানতে হবে
আল্লাহতালা ৯৯ টি গণবাচক নাম গুলো অর্থসহ জানা বিশেষ প্রয়োজন। কারণ আল্লাহর গুণবাচক নাম গুলো আমাদেরকে আল্লাহর প্রতি আরো বেশি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি করে। আল্লাহ তাআলার এই নামগুলো আমাদেরকে আল্লাহর সত্তা এবং গুণাবলী সম্পর্কে আরো বেশি জানার সুযোগ করে দেয় এবং আল্লাহ তালাকে ভালোভাবে চিনতে এবং ভয় করতে সাহায্য করে। এছাড়াও আল্লাহ তাআলার এই নামগুলো আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা এবং অনুগ্রহ প্রার্থনা করতে সহায়তা করে।
তাই আল্লাহতালার ৯৯ টি নাম অর্থসহ মুখস্ত করা খুবই জরুরী। এছাড়াও আল্লাহতালার ৯৯ টি নাম যদি নিয়মিত পাঠ করা যায় তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় এবং ভালোবাসা জাগ্রত হয় এবং আমাদের সকলের ঈমান বৃদ্ধি পাবে। তাই আমাদের উচিত আল্লাহতালার গুণবাচক নাম গুলো অর্থসহ মুখস্ত করা। আল্লাহতালার এই নামগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য এবং অন্য কারো জন্য এই নামগুলো ব্যবহার করা যায় না। তাই আল্লাহ তাআলার গুণবাচক নাম গুলো অর্থসহ মুখস্ত করে আমাদের জিকির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শেষ কথা
প্রিয় ভিউয়ার্স,, আজকের এই পোস্টটির মাধ্যমে আমরা আল্লাহর 99 নাম বাংলা অর্থসহ ফজিলত এবং আরো অন্যান্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করলাম। একই সাথে আমরা আলোচনা করলাম যে মুসলমানদের জন্য আল্লাহর এই ৯৯ টি নাম জানা অত্যন্ত জরুরি। আশা করি আপনারা এই বিষয়গুলি ভালোভাবে জানতে পেরেছেন। আজকের এই পোস্ট যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ ফজিলত সম্পর্কে জানার সুযোগ করে দিন।
আরও পড়ুন: নামাজ আদায় করার সঠিক নিয়ম - নামাজের রাকাত ও ফরজ কয়টি
প্রিয় ভিউয়ার্স,, আজকের এই আর্টিকেলের মূল আলোচক বিষয় ছিল আল্লাহর ৯৯ নাম বাংলা অর্থসহ ফজিলত সম্পর্কে,,। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলি সম্পর্কে জানতে পেরেছেন। এ ধরনের আরও শিক্ষণীয় ও ইসলামিক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। এতক্ষণ সময় দিয়ে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
শাকিল বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url