কবুতরের রোগ ও ঔষধের নাম - কবুতরের রোগ প্রতিরোধের ঔষধ

  

আপনি কি কবুতরের রোগের সমস্যা নিয়ে ভুগছেন। তাহলে এখনই টেনশনগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন। আমরা আমাদের এই আর্টিকেলের মধ্যে কবুতরের সমস্ত ধরনের রোগ ও ঔষধের কথা উল্লেখ করেছি। কবিতর মানুষের শখের জিনিস। তবে বর্তমান সময়ে কবুতর পালনের মাধ্যমে অনেক সাফল্য অর্জন করা সম্ভব। কিন্তু কবুতর পালন করতে হলে কবুতরের রোগ এবং ঔষধ সম্পর্কে জ্ঞান রাখা অবশ্যই জরুরী। যদি আপনার কবুতরের রোগ সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকে। তাহলে আপনি কবুতর পালন করে সাফল্য অর্জন করতে পারবেন না। এখন চলুন কবুতরের রোগ এবং ঔষধের নাম এর বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক।

কবুতর হলো মানুষের শখের জিনিস। কিন্তু কবুতরের নানা ধরনের রোগ হয়ে থাকে। আপনারা যারা কবুতরের রোগ নিয়ে চিন্তিত। এবং যারা কবুতরের রোগ এবং ঔষধের নাম জানতে চান। তারা আমার এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

 সূচিপত্র:কবুতরের রোগ এবং ঔষধের নাম

ভূমিকা

কবুতর পালন মূলত একটি শখের কাজ। তবে বর্তমান সময়ে কবুতর পালনের মাধ্যমে অনেক সাফল্য পাওয়া যায়। কিন্তু কবুতর পালন করতে হলে কবুতরের রোগ এবং ঔষধ সম্পর্কে জ্ঞান রাখা অবশ্যই জরুরী। আপনার যদি এ ধরনের রোগ সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকে। তাহলে কখনোই কবুতর পালন করে সাফল্য অর্জন করতে পারবেন না। 

আজকে আমরা কবুতরের রোগের নাম ও ঔষধ সম্পর্কে জানব। এখন কবুতরের যে সকল রোগ হয়ে থাকে। এবং তার প্রতিকার হিসেবে যে সকল ঔষধ সেবন করবেন তা সম্পর্কে বিস্তারিত জানানো হলো।

কবুতরের রোগ এবং ঔষধের নাম

কবুতর একটি সৌখিন পোষাপ্রাণী। আমরা শখের বসে ব্যবসায়িকভাবে কিংবা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করানোর জন্য পালন করে থাকি। তাছাড়াও কবুতরের মাংস ও আমাদের কাছে ব্যাপক জনপ্রিয়। কিন্তু কবুতরেরাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়, যার মূল কারণ হলো- 

বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক জাতীয় রোগ। কবুতররা প্রধানত যে সব রোগে আক্রান্ত হয় তা হলো- পক্স বা বসন্ত রোগ, সালমোনেলোসিস রোগ, হেপাটাইটিস রোগ, রক্ত আমাশয় রোগ, ক্যাঙ্কার রোগ, রাণীক্ষেত রোগ, মাইক্রোপ্লাজমোসিস রোগ, এবং এসপারজিলোসিস রোগ, ইত্যাদি। এখন চলুন নানারকম রোগের ঔষধের নাম জেনে নেয়া যাক।

  • Maxi Grow-p = মাল্টি ভিটামিন
  • Rena k = ভিটামিন কে
  • New-Floxin Liq= এন্টিবেটিক
  • Glucolyte= স্যালাইন
  • Thiavin= ভিটামিন বি 1 বি 2 টাল রোগের কাজ
  • Vitamin C= ভিটামিন সি
  • Wormazole= কৃমির ঔষধ
  • Respiron= ঠান্ডা ও শ্বাস যন্ত্রের প্রতিশোধক
  • Riboson=পক্স ও অন্যান্য ক্ষতি নিরাময়ে ব্যবহৃত
  • Safi= হামদার্দ, মাল্টিভিটামিন ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
  • Eye Drops (Civodex Vet)= চোখের জীবাণু নাশক
  • Marbelus= হামদার্দ, পাতলা পায়খানা ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত

কবুতরের রোগ প্রতিরোধের ঔষধ

কবুতরের রোগ প্রতিরোধের ঔষধ এর বিষয়ে কবুতর পালনকারীদের সঠিকভাবে জানতে হবে। বর্তমানে আমাদের দেশে অনেকেই শখের বসে আবার অনেকেই বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন করে থাকেন। কবুতর পালন করে সাফল্য অর্জন করতে চাইলে আপনাদের আগে কবুতরের রোগ প্রতিরোধ ও ঔষধের ব্যাপারে জানতে হবে। চলুন কবুতরের রোগ প্রতিরোধের ঔষধের নামের বিষয়ে জেনে নেয়া যাক। নিচে কবুতরের রোগ প্রতিরোধের ঔষধের কয়েকটি নাম উল্লেখ করা হলো- 
  • Lisgvit= রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহৃত
  • Cod Liver Oil= ভিটামিন এ, ডি ,ও ,ই
  • Liva Tone= লিভার টনিক
  • All Enzyme= হজম শক্তি বাড়বে এবং খাবারের রুচি আনবে
  • Thiavin= ভিটামিন বি 1 বি 2 টাল রোগের কাজ
  • Wormazole= কৃমির ঔষধ
  • Thiavin= ভিটামিন বি 1 বি 2 টাল রোগের কাজ
  • Respiron= ঠান্ডা ও শ্বাস যন্ত্রের প্রতিশোধক
  • Glucolyte= স্যালাইন
  • Riboson=পক্স ও অন্যান্য ক্ষতি নিরাময়ে ব্যবহৃত
  • Maxi Grow-p = মাল্টি ভিটামিন
  • New-Floxin Liq= এন্টিবেটিক
  • Rena k = ভিটামিন কে
  • Vitamin C= ভিটামিন সি
  • Marbelus= হামদার্দ, পাতলা পায়খানা ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
  • Eye Drops (Civodex Vet)= চোখের জীবাণু নাশক
  • Safi= হামদার্দ, মাল্টিভিটামিন ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত

কবুতরের ঝিমানো রোগের ঔষধ

কবুতরের জীবাণু রোগের কিছু পরামর্শ দেয়া হলো-আপনি কবুতরকে চালের স্যালাইন দিন। এছাড়াও cosmic plus এক গ্রাম ২ মিলি পানির সাথে মিশে দিনে তিন বার করে তিন দিন খাওয়ান। এবার দেখবেন কবুতরের ঝিমানো বমি ও পানির মত পাতলা পায়খানা বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও আপনি এক চিমটি rena K এক লিটার জলের সাথে মিশিয়ে কবুতরকে খাওয়াতে হবে। সাধারণত কবুতরের ঝিমানোর রোগ হলে আপনারা নিচে দেওয়া এই ঔষধটি কবুতরকে খাওয়াবেন। যদিও বেশি সমস্যা হয় তাহলে পশু চিকিৎসক এর পরামর্শ নিতে হবে।

  • Thiavin= ভিটামিন বি 1 বি 2 টাল রোগের কাজ

কবুতরের রোগ নির্ণয়

আপনার কবুতরের জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি ছাড়া অন্য কেউ ভালো বুঝতে পারে পারবে না। ঠিক যেমন আপনার সন্তানের বেলায় ঘটে থাকে। তবে পার্থক্য হলো-যে কবুতরের অসুস্থতা মানুষের মতো বোঝা যায় না। আর এটা বোঝার জন্য প্রতিদিন কবুতরের মল নিরক্ষন দ্বারা আপনি আপনার কবুতরের  স্বাস্থ্য সম্বন্ধে নিশ্চিত হতে পারবেন। এটার জন্য আপনার প্রথম দিকে একটু সময় লাগবে। কিন্তু আপনাকে তা করতেই হবে কারণ, আপনি যদি যথেষ্ট ভাবে এই অধ্যায়ন করেন। 

তাহলে একদিন হয়তো এর সাথে পরিচয় হয়ে কবুতরের জীবন বাঁচাতে সাহায্য করতে পারবেন। আপনাকে অবশ্যই একবার সকালে এবং সন্ধ্যায় এক নজর খেয়াল রাখতে হবে। যে কবুতর সুস্থ আছে কিনা আর এই ক্ষেত্রে আপনি নিয়মিত ভাবে খাঁচার নিচে প্রতিদিন পেপার কাগজ পরিবর্তন করুন। এছাড়াও আপনি মোমের কাগজ বা পলিথিন ব্যবহার করুন। যাতে পায়খানা শনাক্ত থাকে,কবুতরের এই পায়খানা সনাক্তর মাধ্যমে আপনি কবুতরের রোগ নির্ণয়ের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবেন।

কবুতরের খাবারের তালিকা

  • হাইড্রোকার্বন সমৃদ্ধ খাবার- হাইড্রোকার্বন সমৃদ্ধ খাবার হচ্ছে, চাউল, পপকন, ছোট ভুট্টা, ছোট ধান, বা পোলাও ধান, এই আইটেমগুলো রাখতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে চাউলের পরিমাণ যেন বেশি না হয়।
  • প্রোটিন সমৃদ্ধ খাবার- প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে, মসুর, হলুদ বুট, মাস কালাই, ডাবলি,সবুজ কলই, হেলেন, খোরাসি, সবুজ মুখ এই খাবার গুলোর মধ্য যেগুলো খুব সহজে পাওয়া যায়। তার থেকে ২ থেকে তিনটি আইটেম কবুতরের খাবার তালিকা রাখতে পারেন।
  • ভিটামিন সমৃদ্ধ খাবার- ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো হচ্ছে, বাদাম, সূর্যমুখীর বীজ, কালোজিরা, অংকুর, চিনা, ও কুসুম ফুলের বীজ। এই খাবার গুলোর মধ্যে যেগুলো খুব সহজে পাওয়া যাবে। তার থেকে যেকোনো দুটি আইটেম কবুতরের খাবারের তালিকায় রাখতে হবে।

কবুতরের ঔষধের তালিকা

আমরা আপনাদের সুবিধার জন্য নিম্নে সংক্ষেপে কবুতরের ঔষধের তালিকা তৈরি করেছি আপনাদের প্রতি বিশেষ অনুরোধ কবুতরকে আন্দাজে কোন ওষুধ খাবেন না আগে ভালোভাবে কবুতরের রোগ নির্ণয় করবেন, নিজে না পারলে চিকিৎসক কে দেখাবেন নিচে কবুতরের ঔষধের তালিকা উল্লেখ করা হলো-

  • AD3E= ভিটামিন এ, ডি3 ও, ই (শারীরিক সক্ষমতা ও উর্বলতা বাড়াবে)
  • Liva Tone= লিভার টনিক
  • Cod Liver Oil= ভিটামিন এ, ডি ,ও ,ই
  • Lisgvit= রোগ প্রতিরোধক হিসেবে ব্যবহৃত
  • All Enzyme= হজম শক্তি বাড়বে এবং খাবারের রুচি আনবে
  • Wormazole= কৃমির ঔষধ
  • Thiavin= ভিটামিন বি 1 বি 2 টাল রোগের কাজ
  • Respiron= ঠান্ডা ও শ্বাস যন্ত্রের প্রতিশোধক
  • Riboson=পক্স ও অন্যান্য ক্ষতি নিরাময়ে ব্যবহৃত
  • Glucolyte= স্যালাইন
  • New-Floxin Liq= এন্টিবেটিক
  • Maxi Grow-p = মাল্টি ভিটামিন
  • Rena k = ভিটামিন কে
  • Vitamin C= ভিটামিন সি
  • Calplex= ক্যালসিয়াম
  • Timsen= এন্টিজার্ম স্প্রে
  • Revital-7= ভিটামিন বি কমপ্লেক্স
  • Eye Drops (Civodex Vet)= চোখের জীবাণু নাশক
  • Marbelus= হামদার্দ, পাতলা পায়খানা ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত
  • Safi= হামদার্দ, মাল্টিভিটামিন ও সালমোনেলা প্রতিরোধে ব্যবহৃত

উপসংহার

কবিতর মানুষের শখের জিনিস। আমরা আমাদের এই আর্টিকেলের মধ্যে কবুতরের সমস্ত ধরনের রোগ ও ঔষধের কথা উল্লেখ করেছি। আশা করছি আমার এই আর্টিকেলটি পরে আপনারা কবুতরের রোগ এবং ঔষধের নাম সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত জানতে পেরেছেন। আরো এরকম নানা ধরনের আর্টিকেল পেতে আমার ওয়েবসাইটটি প্রতিদিন ভিজিট করুন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শাকিল বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url