বাংলাদেশের মোট নদীর সংখ্যা কয়টি- বাংলাদেশের নদীর তালিকা

বাংলাদেশের নদীর সংখ্যা কত এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমাদের সমাজে ও বিসিএস ভিত্তিক বইগুলোতে প্রায় ৭০০ বা ২৩০টি এই তথ্য প্রচারিত হয়েছে। কিন্তু বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের গবেষণা মতে বাংলাদেশের মোট নদীর সংখ্যা ৪০৫ টি। এখন চলুন বাংলাদেশের মোট নদীর সংখ্যা কয়টি এবং বাংলাদেশের নদীর তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এর তথ্য অনুযায়ী। বাংলাদেশে বর্তমানে প্রায় ৪০৫ টি নদী রয়েছে। তবে বিভিন্ন নদীর শাখা-প্রশাখা সহ বাংলাদেশের প্রায় ৮০০ টি নদী রয়েছে। এখন আপনারা যারা বাংলাদেশের মোট নদীর সংখ্যা কয়টি এবং বাংলাদেশের নদীর তালিকা সম্পর্কে জানতে চান। তারা আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

সূচিপত্র: বাংলাদেশের মোট নদীর সংখ্যা কয়টি- বাংলাদেশের নদীর তালিকা

ভূমিকা

বাংলাদেশের নদ নদী বাংলাদেশের এক অপরিহার্য অংশ। এসব নদী-নালা বাংলাদেশের আশীর্বাদ স্বরূপ। বাংলাদেশের নদ নদীর ভূমিকা বলে বা লিখে শেষ করা যাবে না। বাংলাদেশের সবগুলো নদনদী মিলিয়ে মোট সংখ্যা হয় ১২০০ এর অধিক। দক্ষিণ এশিয়ার অন্তকর্ত একটি ছোট নদী বহল বাংলাদেশের শাখা প্রশাখা সহ সবগুলো নদ নদী নামের তালিকা এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশের এসব নদ নদী বিপুল জলরাশি নিয়ে 24.140 কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এখন তাহলে আসুন বাংলাদেশের মোট নদীর সংখ্যা কয়টি এবং বাংলাদেশের নদীর তালিকা সম্পর্কে বিস্তারিত জানা যাক।

বাংলাদেশের মোট নদীর সংখ্যা কয়টি

বাংলাদেশে প্রায় ৪০৫ টি নদী রয়েছে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড এর তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমানে প্রায় ৪০৫টি নদী রয়েছে। এছাড়াও বিভিন্ন নদীর শাখা-প্রশাখা সহ বাংলাদেশে প্রায় ৮০০ নদী রয়েছে। বাংলাদেশ নদীর সংখ্যা কত এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমাদের সমাজে এবং বিসিএস ভিত্তিক বইগুলোতে ৭০০ থেকে ২৩০ টি এ তথ্য প্রচলিত রয়েছে। তবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের গবেষণার মতে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ৪০৫ টি। সেগুলো নিচে দেয়া হলো।
  • দক্ষিণ- পশ্চিমাঞ্চলে প্রায় ১০২ টি নদী রয়েছে
  • উত্তর- পশ্চিমাঞ্চলে প্রায় ১১৫ টি নদী য়েছে
  • উত্তর- পূর্বাঞ্চলে প্রায় ৮৭ টি নদী রয়েছে
  • দক্ষিণ- পূর্বাঞ্চলে প্রায় ২৪ টি নদী রয়েছে
  • উত্তর- কেন্দ্রীয় অঞ্চলে প্রায় ৬১টি নদী রয়েছে
  • পূর্ব- পাহাড়ি অঞ্চলে প্রায় ১৬ টি নদী রয়েছে
এই নিয়ে বাংলাদেশের মোট নদীর সংখ্যা প্রায় ৪০৫টি।

বাংলাদেশের নদীর তালিকা

দক্ষিণ এশিয়ায় অন্তর্গত বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ শাখা প্রশাখা সহ প্রায় ৭০০ টি নদনদী বিপুল জলরাশি নিয়ে ২২.১৫৫ কিলোমিটার জায়গা দখল করে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২০১৩ সালে বাংলাদেশের নদ নদীর সংখ্যা ছিল 310 টি এবং বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ৭০০ টি। এই নদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে। উপনদী শাখা নদীসহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হল ২২.১৫৫ কিলোমিটার। তবে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের গবেষণার মতে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় ৪০৫টি।

আরও পড়ুন: ২০২৩ সালের সেরা ১০ টি মোবাইল কোম্পানি কোনগুলো 

বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কর্তৃপক্ষ। বাংলাদেশের নদী গুলোকে সংখ্যা বদ্ধ করেছে এবং প্রতিটি নদীর একটি পরিচিতি নাম দিয়েছে। ফলে আমাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের নদীর সংখ্যা এখন মোট ৭০০ টি। পাউবো কর্তৃপক্ষ নদীগুলোকে এইভাবে তালিকাভুক্ত করেছে।দক্ষিণ- পশ্চিমাঞ্চলে প্রায় ১০২ টি নদী রয়েছে। উত্তর- পশ্চিমাঞ্চলে প্রায় ১১৫ টি নদী রয়েছে। উত্তর- পূর্বাঞ্চলে প্রায় ৮৭ টি নদী রয়েছে। দক্ষিণ- পূর্বাঞ্চলে প্রায় ২৪ টি নদী রয়েছে। উত্তর- কেন্দ্রীয় অঞ্চলে প্রায় ৬১টি নদী রয়েছে। পূর্ব- পাহাড়ি অঞ্চলে প্রায় ১৬ টি নদী রয়েছে।

দক্ষিণ পশ্চিম অঞ্চলের কয়েকটি নদীর নাম দেয়া হলো:

  • কচা নদী
  • কাটাখালী নদী
  • করুলিয়া নদী
  • কুমারনদ চুয়াডাঙ্গা নদী
  • কুমার লেয়ার নদী
  • অর্পণগাছিয়া নদী
  • কালি গঙ্গা নদী
  • গরাই নদী
  • চাটখালী নদী
  • টর্কি নদী
  • টিয়াখালী নদী
  • চুনকুরি নদী
  • গুলিশাখালি নদী
  • গুনাখালি নদী
  • পটুয়াখালী নদী 
  • ঢাকি নদী 
  • নবগঙ্গা নদী
  • পালং নদী
  • তেতুলিয়া নদী
  • বালেশ্বর নদী
  • বেতনা নদী
  • ভদ্রা নদী
  • বেলুয়া নদী
  • ভোলা নদী
  • ভৈরব নদ
  • রুপসা নদী
  • সুগন্ধা নদী
  • সন্ধ্যা নদী
  • শিবসা নদী
  • হরিহর নদী

উত্তর পশ্চিম অঞ্চলের কয়েকটি নদীর নাম দেয়া হলো:

  • আত্রাই নদী
  • ইচ্ছামতি নদী
  • পদ্মা নদী
  • গড়াই নদী
  • কালা নদী
  • কালাপানি নদী
  • কুলিক নদী
  • কুরুম নদী
  • ঘোরামারা নদী
  • চুয়াডাঙ্গা নদী
  • ছোট ঢেপা নদী
  • ধুম নদী
  • পাগলা নদী
  • বাঙালি নদী
  • বুরাইল নদী
  • যমুনা নদী পঞ্চগড়
  • বুড়ি তিস্তা নদী
  • সুই নদী
  • সুখ নদী
  • হারাবতী নদী
  • লোনা নদী
উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি নদীর নাম দেয়া হলো:
  • আমরি খাল নদী
  • জুরি নদী
  • ধলাই নদী
  • নরসিংদী নদী
  • নিতাই নদী
  • পুরানো সুরমা নদী
  • বটর খাল নদী
  • বড়গাং নদী
  • বিবিয়ানা নদী
  • বেদুরী নদী
  • মগরা নদী
  • মনো নদী
  • সিঙ্গিয়া নদী
  • সাঁতার খালী নদী
  • মহাসিং নদী

উত্তর কেন্দ্রীয় অঞ্চলের কয়েকটি নদীর নাম দেয়া হলো:
  • চাঁপাই নদী
  • তুরাগ নদী
  • টঙ্গী নদী
  • তুলসীখালী নদী
  • নাগদা নদী
  • লালজুরী নদী
  • পদ্মা নদী
  • পুরুলিয়া নদী
  • পাহাড়িয়া নদী
  • বংশী নদী
  • বালু নদী
  • বুড়িগঙ্গা নদী
  • মিনি খালী নদী
  • লাবংগা নদী
  • সুতিয়া নদী
  • সোনাখালী নদী
দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি নদীর নাম দেয়া হলো:
  • ডাকাতিয়া নদী
  • কাঁচি নদী
  • লহর নদী
  • শালদা নদী
  • সোনাই নদী
  • হাওড়া নদী
  • ফেনী নদী
  • ভুলুয়া নদী 
  • কাকড়ি নদী
পূর্ব পাহাড়ি অঞ্চলের কয়েকটি নদীর নাম দেয়া হলো:
  • ঈদগাঁও নদী
  • কর্ণফুলী নদী
  • ইচ্ছামতি নদী রাঙ্গামাটি
  • সাঙ্গু নদী
  • হলদা নদী
  • মাইনি নদী
  • নাফ নদী

বাংলাদেশের প্রধান নদী কয়টি

বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে অসংখ্য নদীর মধ্যে অনেকগুলো আকার এবং গুরুত্ব বিশাল। এসব নদীকে বড় নদী হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। বাংলাদেশের বৃহত্তম নদী হিসেবে কয়েকটি উল্লেখ করা যায়। সেগুলো হচ্ছে-

  • পদ্মা নদী
  • মেঘনা নদী
  • যমুনা নদী
  • কর্ণফুলী নদী
  • শীতলক্ষ্যা নদী
  • তিস্তা নদী
  • গোমতী নদী
  • ব্রহ্মপুত্র নদী

পৃথিবীর কোন দেশে নদী নেই

পৃথিবীতে সৌদি আরব এমন একটি দেশ যে দেশে কোন নদী নেই। নদী বিহীন বৃহত্তম দেশ হিসেবে সৌদি আরব। অথচ এই দেশটির বিশ্বের ধনী দেশগুলির মধ্যে অন্যতম একটি দেশ। শুধু তাই নয় সৌদি আরবের বৃষ্টির পরিমাণও নগণ্য। এখানে প্রতি বছর মাত্র এক থেকে দুই দিন বৃষ্টি হয়ে থাকে। এছাড়াও পৃথিবীতে আরও ১৮ টি দেশ আছে। যাদের দেশে কোন নদী নেই। সৌদি আরবসহ পৃথিবীতে নদী বিহীন দেশের সংখ্যা প্রায় ১৯ টি। যেমন মালদ্বীপ, কাতার, কুয়েত, মাল্টা, ইয়েমেন, প্রভুতি দেশে কোন নদী নেই।

বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি

বাংলাদেশের আন্তর্জাতিক নদী হচ্ছে ১ টি আর সেটি হলো।

  • পদ্মা নদী

বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি

বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম হলো- মেঘনা নদী। এই মেঘনা নদী বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী এবং পৃথিবীর বৃহত্তম নদী গুলোর অন্যতম একটি নদী। মেঘনা, হিমালয় বলয়, বহির্ভূত নদী, সুরমা নদী, আজমিরিগঞ্জের ভাটি থেকে কোন কোন ক্ষেত্রে মেঘনা নদী নামে পরিচিত। এর জন্য বাংলাদেশের সবচেয়ে বড় নদী হিসেবে মেঘনা নদী পরিচিত।

উপসংহার

প্রিয় পাঠক আশা করি পুরো আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়েছেন। এই পোস্ট থেকে আশা করি আপনি বাংলাদেশের মোট নদীর সংখ্যা কয়টি এবং বাংলাদেশের নদীর তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই আলোচনা থেকে আপনি আরো জানতে পেরেছেন যে, বাংলাদেশের প্রধান নদী কয়টি, পৃথিবীর কোন দেশে নদী নেই, বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি. এবং বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটি, এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের এই ওয়েবসাইটে এ ধরনের সুন্দর সুন্দর ব্লক পোস্ট করা হয়।  এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

শাকিল বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url